لَعَلَّهُ يَزَّكّٰى এর স্থানে لَعَلَّه أنْ لَا يَزَّكّٰى পড়া
প্রশ্ন : আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের দ্বিতীয় রাক’আতে সূরা আ’বাসা শুরু করে وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَٰى -র স্থানে وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ أنْ لَا يَزَّكَٰى পড়ে নামায শেষ করেন। উক্ত ভুলের কারণে নামায দোহরাতে হবে কি না?
উত্তর : প্রশ্নে বর্ণিত ভুলের কারণে নামায শুদ্ধ হবে না। বরং এ নামায পুনরায় পড়ে নেবে, মুক্তাদীদেরকে উক্ত নামায পুনরায় পড়ে নেওয়ার ঘোষণা দেবে। (১৭/৬৫৩/৭২৩৩)