ربك এর স্থলে ربکم পড়া, কোন ধরনের ভুলে নামায হয় না
প্রশ্ন : আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাযের তেলাওয়াতে جزاء من ربك এর স্থলে من ربکم جزاء পড়েন এবং অন্যান্য নামাযেও এ রকম ভুল করে থাকেন। এমতাবস্থায় এই ইমামের পেছনে নামায শুদ্ধ হবে কি না?
আর কিরাতের মাঝে কোন ধরনের ও কতটুকু ভুলের কারণে নামায শুদ্ধ হয় না? দলিলসহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উল্লেখ্য, ইমাম সাহেবকে বিষয়টি জানিয়ে শোধরাতে গেলে ফেতনার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
উত্তর : নামাযের কিরাতে বিপরীত অর্থ বোঝায় এমন ভুল পড়লে নামায নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে সাধারণ ভুল, যা দ্বারা বিপরীত অর্থ বোঝায় না, নামায নষ্ট হবে না। প্রশ্নে যে ধরনের ভুলের উল্লেখ করা হয়েছে তা দ্বারা নামায নষ্ট হয়নি। তবে ইমাম সাহেবের জন্য প্রায়ই নামাযে ভুল করা উচিত নয়। ফেতনামুক্ত কৌশলে তাঁকে সতর্ক করে দেওয়ার পরও শুদ্ধ না হলে তাঁকে বাদ দিতে কোনো বাধা নেই। (১৫/৫৬৮/৬১৫৩)