ان الله یحب الکافرین পড়লে নামায ফাসেদ হয়ে যায়
প্রশ্ন : একজন ইমাম সাহেব ফজরের নামাযে ভুলে ان الله یحب الکافرین পাঠ করে নামায শেষ করেন। নামায শেষে একজন আলেম বলেন, নামায হয়নি; নামায দ্বিতীয়বার পড়তে হবে। আরেকজন মুফতী সাহেব উঠে বলেন, নামায হয়ে গেছে এবং মুসল্লিগণকে বললেন, আপনাদের সামনে এমন হলে বলে দেবেন নামায হয়ে গেছে; কিন্তু সতর্কতা হলো দ্বিতীয়বার পড়ে নেওয়া। প্রশ্ন হলো, দুজনের মাঝে কার কথা সঠিক?
উত্তর : নামাযের মধ্যে কিরাত ভুল পড়ার কারণে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে গেলে নামায ফাসেদ হয়ে যায়। সুুতরাং প্রশ্নে বর্ণিতان الله یحب المقسطین এর স্থানেان الله یحب الکافرین পড়ার দরুন নামায ফাসেদ হয়ে যাওয়ায় ওই নামায পুনরায় পড়া ফরয। (১৩/৯৩২)