‘‘انی وجھت’’ পড়ার বিধান কী
প্রশ্ন : আমাদের দেশের সাধারণ জনসমাজে প্রচলিত আছে যে নামাযের মুসল্লায় দাঁড়িয়ে ‘‘انی وجھت’’ দু’আটি পড়তেই হবে এবং পড়াকে অনেকেই নামাযের ওয়াজিব মনে করে।
প্রশ্ন হলো, উক্ত দু’আটি কি নামাযের মুসল্লার দু’আ? সাধারণ মানুষ যা মনে করে তার শরয়ী বিধান কী? বিদ’আত না মুস্তাহাব?
উত্তর : মুসল্লায় দাঁড়িয়ে দু’আটি পড়তে হবে এ ধরনের কথা কোনো কিতাবে নেই। এরূপ যারা বলে তাদের কথা ভিত্তিহীন।
সুতরাং যে সমাজ এ দু’আকে নামাযের জন্য ওয়াজিব মনে করে তথায় এ দু’আ বর্জন করা জরুরি। তবে ওয়াজিব, সুন্নাত বা মুস্তাহাব মনে না করে নিয়্যাতের পূর্বে নামাযের প্রতি অন্তর নিবিষ্ট করার লক্ষ্যে কেউ পড়লে আপত্তি নেই। (৭/৩০৬/১৬৩৫)
Tag:‘‘انی وجھت’’