اعوذ بالله এর সাথেبسم الله পড়লে কি সূরা হাশরের ফজীলত পাওয়া যাবে না
প্রশ্ন : কিছুদিন পূর্বে একজন তাবলীগের আমির বয়ানে বলেন, যে ব্যক্তি সকাল-বিকেল সূরা হাশর তিনবার اعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم এর সাথে পড়বে তার জন্য ৭০ হাজার ফেরেশতা দু’আ করবে। তবে উক্ত ফজীলত ওই সময় পাওয়া যাবে, যখন শুধু তিনবার اعوذ بالله এর সাথে পড়বে। আর اعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم এর সাথে বিসমিল্লাহ পড়লে উক্ত ফজীলত পাবে না। কারণ হাদীসে اعوذ بالله এর কথা আছে, বিসমিল্লাহর কথা নেই। সুতরাং বিসমিল্লাহ পড়া যাবে না। প্রশ্ন হলো, উক্ত আমির সাহেবের কথা কতটুকু সহীহ?
উত্তর : উল্লিখিত হাদীসের মর্ম এই যে, যে ব্যক্তি সকালেاعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم তিনবার পড়ার পর সূরা হাশরের শেষের তিন আয়াত পড়বে আল্লাহ পাক ৭০ হাজার ফেরেশতাকে তার জন্য দু’আয় রত করে দেবেন, বিকেল পর্যন্ত তারা এরূপ করবে। বিকেলে পড়লে সকাল পর্যন্ত এরূপ করবে। সুতরাং হাদীসে যেভাবে যতটুকু পড়তে বলা হয়েছে, সেভাবে বেশি-কম না করে পড়াই সমীচীন। ইচ্ছা করেبسم الله الرحمن الرحیم যোগ করবে না। কেউ যোগ করলে থেকে ফজীলত বঞ্চিত হবে বলা যাবে না। (৮/২৩২/২০৭৬)
তিরমিজি, হাদিস : 2922, রদ্দুল মুহতার : 1/531,