اعوذ بالله এবং بسم الله সহ সূরায়ে হাশর পড়ার হুকুম
প্রশ্ন : আমরা সূরায়ে হাশরের শেষ তিন আয়াত পড়ার সময় اعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم পড়ি। অতঃপর বিসমিল্লাহ পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ি। কিন্তু এক মৌলভী সাহেব বলেন, শুধু اعوذ بالله পড়তে হবে বিসমিল্লাহ পড়া যাবে না। আবার আরেক মৌলভী সাহেব বলেছেন, উভয়টিই পড়া যাবে। এর সঠিক সমাধান চাই।
উত্তর : হাদীস শরীফে যেহেতু শুধুاعوذ بالله السمیع العلیم من الشیطان الرجیم তিনবার পড়ে সূরা হাশরের আখেরী তিন আয়াত পড়ার কথা উল্লেখ রয়েছে, তাই ওই রকম পড়াই হচ্ছে আসল। তবে কেউ যদি বিসমিল্লাহ সহকারে পড়তে চায় তাও পারবে। (১/৩১৭)
তিরমিজি, হাদিস : 2922